লক্ষ্মীপুরের আলোচিত কেসিএল গ্রান্ডফাইনাল ২৫ই জানুয়ারি সন্ধ্যা ৭ টায়।

2 min read

কমলনগর নিউজ: আগামী ২৫ শে জানুয়ারি শনিবার সন্ধ্যা সাতটায়  জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে কমলনগর ক্রিকেট লীগ-১ এর  গ্রান্ড ফাইনাল।  ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে করইতলা স্পোর্টিং ক্লাব বনাম মরহুম  কাজী সিরাজ ফাউন্ডেশন। 

লক্ষ্মীপুর জেলার ইতিহাসে এটাই সর্বপ্রথম ক্রিকেট ফাইনাল যেটি  অনুষ্ঠিত হতে যাচ্ছে রাতে।  এ নিয়ে জনমনে বিশেষ  আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। টুর্নামেন্ট কমিটি আশা করতেছেন উক্ত ফাইনাল ম্যাচটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে ক্রিকেটপ্রেমীরা ছুটে আসবেন মিল্লাত একাডেমির মাঠে। এছাড়াও খেলাটি দেশ- বিদেশ থেকে সরাসরি লাইভে দেখা যাবে "কমলনগর ক্রিকেট লীগ পেইজ" থেকে।


জমকালো আয়োজনে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, 

কেসিএলের প্রধান উপদেষ্টা, ও শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি  রিয়াজ মাহমুদ সুমন,  শতমুখের সাধারণ সম্পাদক ও কমলনগর ক্রিকেট লীগের সদস্য সচিব আকরাম হোছাইন, আহবায়ক  রাজিব দেবনাথ,

শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আকবর হোসাইন এবং কেসিএল কমিটির অন্যতম সদস্য জনাব আবু বকর সুমন।


উল্লেখ্য  গত শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে কমলনগর ক্রিকেট লীগে ৩২টি দল অংশগ্রহণ করেন। ১৪ ডিসেম্বর খেলা শুরু হয়ে সেমিফাইনালে ওঠে অনির্বাণ স্পোর্টিং ক্লাব, করইতলা একাদশ, কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন ও ফাজিল মিয়ারহাট এলেভেন পাওয়ার। সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠে করইতলা একাদশ ও কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন। 

Post a Comment
Search
Menu
Theme
Share