জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কমলনগর ক্রিকেট লীগ-১ (কেসিএল)’র ফাইনাল

6 min read



কমলনগর (লক্ষ্মীপুর) : জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)’র ফাইনাল খেলা। শনিবার সন্ধ্যা থেকে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে এ খেলা শুরু হয়ে চলে গভীর রাত সাড়ে এগারোটা পর্যন্ত। খেলায় করইতলা স্পোর্টিং
ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন। প্রথমে করইতলা স্পোর্টিং ক্লাব টসে জিতে ৯ উইকেটে ১৫৭ রান করে।

করইতোলা স্পোর্টিং ক্লাবের ব্যাটিং

১। মোহাম্মদ ওসামা ৫৭ (৩৮)
২। এমাজ শুভ ৩২ (৩৭)
৩। পাবেল ১২ (১৬)

মরহুম কাজী সিরাজ স্মৃতি ফাউন্ডেশন বলিং

১। কামরুল ইসলাম ফাহিম - ৪ - ৩৭ (৪ ওবার)
২। তাফসির হোসাইন - ২ -৪৩ ( ৩ ওবার)
৩। আলামিন রহমান - ১- ৩৬ ( ৪ ওভার)


তার জবাবে কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন ১৬ ওভার ৩ বলে ৩ উইকেটে ১৫৮ রান করে।

মরহুম কাজী সিরাজ স্মৃতি ফাউন্ডেশন ব্যাটিং

১। এ আই রোকন - ৬৩ ( ৪৬)
২। হেলাল উদ্দীন - ৩১ (৩৬)
৩। নিয়ন আহমেদ - ২৪ (১৬)

করইতোলা স্পোর্টিং ক্লাব বলিং

১। মোহাম্মদ ওসামা - ১ -৪১ (৪)
২। মিরাজ - ১ -৩৫ (৩)
৩। রিদয় - ১ -৮ (২)


খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য এআর হাফিজ উল্যাহ, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, হাজিরহাট মিল্লাত সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন, লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালের এমডি আমজাদ হোসেন মিস্টার, কেসিএলের ডিরেক্টর জেনারেল রিয়াজ মাহমুদ সুমন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথ ও সদস্য সচিব আকরাম হোসেন, শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আকবর হোসাইন, শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য আবু বকর সিদ্দিক সুমন, কমলনগর ক্রিকেট লীগের শৃংখলা কমিটির আহবায়ক এডভোকেট এমরান হোসাইন নিখিল, প্রমুখ।
Post a Comment
Search
Menu
Theme
Share